জয় হোক ভোটারের
এবার নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি ভোট দেখা হবে। ভোট দেখা হয়েছে অন্যান্য নগরেরও। তবে নারায়ণগঞ্জের মতো এতো জমজমাট নির্বাচন দেখা হয়নি। শ্রমিকের শহর। উৎপাদনের শহর। শীতলক্ষ্যা পাড়ের এই ভোটের আলোচনার কেন্দ্রে যারা থাকেন, তারা ঐ শহরের ভূমিপুত্র-ভূমিকন্যা।
ভোটে অংশ নেন বা না নেন তারা আলোচনায় থাকেন। তাদের কেন্দ্র করেই নির্বাচনের মেরুকরণ হয়। স্থানীয়দের মধ্যে তৈরি হয় পক্ষ বিপক্ষ। প্রচারণার মাঠে, বক্তব্যে উত্তাপ ছড়ালেও ভোট হয়েছে শান্তিপূর্ণ, নির্বাচন পরবর্তী কোন সহিংসতার ঘটনাও ঘটেনি। পুরো ভোটই ছিল উৎসব মুখর। প্রতিবারই স্থানীয় নাগরিকেরা তাদের ইশতেহার দিয়েছেন, সেই ইশতেহার নির্বাচিত মেয়র, কাউন্সিলাররা কতোটা গুরুত্ব দিয়ে নিজেদের ইশতেহারে যুক্তকরে প্রয়োগ করেছেন, সেটা বলতে পারবেন নারায়ণগঞ্জ নগরের বাসিন্দারা।