বিস্ফোরণে নিজেকে ধ্বংস করল সূর্যের মতো জ্যোতিস্ক!
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ০৯:৪০
বিজ্ঞানীরা এই প্রথম মহাজাগতিক বিস্ময় লক্ষ করলেন! সূর্যের চেয়ে প্রায় ১০ গুণ বড় একটি জ্যোতিষ্ক ক্রমশ সংকোচন-প্রসারণের টানাটানির লড়াইয়ে নিজেই নিজেকে ধ্বংস করে এগিয়ে গেল পরবর্তী পর্যায়– সুপারনোভার দিকে।
বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ধৈর্য ধরে যৌথ পর্যবেক্ষণের পর এই ছবি চাক্ষুষ করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এবার নক্ষত্রটির নতুন দশা অর্থাৎ সুপারনোভার গঠনের পদ্ধতিটিও তারা পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন।