কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশের মুক্তিযুদ্ধ আবেগপ্রবণ করে কৌশিক বসুকে

প্রথম আলো এন এন তরুণ প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ০৬:৩৪

বাঙালি অর্থনীতিবিদ হিসেবে বহির্বিশ্বে অমর্ত্য সেনের পরেই যাঁর নাম ও খ্যাতি, তিনি কৌশিক বসু। বর্তমানে কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এর আগে যেসব গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন, তার কয়েকটি এখানে উল্লেখ করা যাক—২০১৭-২০ ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ২০১২-১৬ বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট, ২০০৯-১২ পর্যন্ত মনমোহন সিং সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা এবং হার্ভার্ড, এমআইটি, প্রিন্সটন ও লন্ডন স্কুল অব ইকোনমিকসসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে কাজ করেন তিনি। অনারারি ডক্টরেট পেয়েছেন লক্ষ্ণৌ ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটি, ফোর্ডহাম ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (মুম্বাই), বাথ ইউনিভার্সিটি ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। তিনি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাবিলিটিজ অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট। নিউইয়র্ক টাইমস, সায়েন্টিফিক আমেরিকান, ইন্ডিয়া টুডে ও বিজনেস স্ট্যান্ডার্ড-এ নিয়মিত কলাম লিখছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও