কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিক্ষিকাকে জুতাপেটা করলেন প্রধান শিক্ষক!

ঢাকা টাইমস বালিয়াকান্দি প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ১৯:৩৭

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিককে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার নারুয়া ইউয়িনের পাটকিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম একেএম মাহবুবুল হক। ভুক্তভোগী সহকারী শিক্ষিকের অভিযোগ, ছুটি চাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রধান শিক্ষক মাহবুবুল হক তাকে জুতাপেটা করে আহত করেছেন।


ওই শিক্ষিকা আরও বলেন, শনিবার সকালে তিনি সাবেক প্রধান শিক্ষক মুকুল কুমার সাহার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রধান শিক্ষক মাহবুবুল হকের কাছে ছুটি চান। তিনি বেলা ১১টায় বিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছুটি চান। কিন্তু প্রধান শিক্ষক তাকে দুপুর ১টায় যেতে বলেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাহবুবুল হক পা থেকে জুতা খুলে তাকে একাধিক আঘাত করেন। এতে তিনি মুখে ও নাকে আঘাত পান। এরপর তাকে চুল ধরে মাটিতে শুইয়ে ফেলেন মাহবুবুল হক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও