![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2018/06/07/sohel-rana-top-.jpg/ALTERNATES/w640/sohel-rana-top-.jpg)
সোহেল রানার অবস্থার উন্নতি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২২, ১৬:৫৩
তার ছেলে মাশরুর পারভেজ এক ফেইসবুক পোস্টে জানান, বৃহস্পতিবার রাতে সোহেল রানাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে; তিনি করোনাভাইরাসমুক্ত হয়েছেন। দুই সপ্তাহ আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে; পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছিল তার। ৎবাবার অসুস্থতার খবরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
সোহেল রানার অবস্থা স্থিতিশীল সোহেল রানার অবস্থার অবনতি সোহেল রানার জন্য ববিতার প্রার্থনা কিছু পেতে কখনও তৈল মর্দন করিনি: সোহেল রানা৭৪ বছর বয়সী সোহেল রানা বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে আসেন।তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন; ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার।