You have reached your daily news limit

Please log in to continue


২০২২ সালে হলিউডে মাতাবে যেসব সিনেমা

সিনেমাপ্রেমীদের জন্য সবসময় নতুন বছর চমক নিয়ে আসে হলিউড। এবারও প্রতীক্ষিত অনেক সিনেমা মুক্তি পাবে। ২০২১ সালে মুক্তি হওয়ার কথা থাকলেও যেসব সিনেমা করোনার জন্য হলে আসেনি সেগুলোও দর্শক দেখতে পাবেন এবার। আলোচিত সিনেমা হিসেবে মুক্তির তালিকা : অ্যাভাটার টু‘অ্যাভাটার টু’ জেমস ক্যামেরন পরিচালিত একটি আমেরিকান মহাকাব্যিক কল্পকাহিনী ভিত্তিক সিনেমা। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভাটার’ -এর সাফল্যের পর এটি ক্যামেরন তার সিক্যুয়েল নিয়ে আসছেন। অ্যাভাটারে অভিনীত স্যাম ওয়ার্থিংটন, জো সালডানা, স্টিফেন ল্যাং, জিওভান্নি রিবিসি, জোয়েল ডেভিড মুর, দিলীপ রাও, সিসিএইচ পাউন্ডার এবং ম্যাট জেরাল্ড সকলেই মূল চলচ্চিত্র থেকে তাদের ভূমিকা পুনরুদ্ধার করবেন সিক্যুয়েলেও। সিগর্নি ওয়েভার একটি ভিন্ন চরিত্রে ফিরে এসেছেন।

এছাড়াও নতুন তারকাদের মধ্যে কেট উইন্সলেট, ক্লিফ কার্টিস, এডি ফ্যালকো, ব্রেন্ডন কাওয়েল, মিশেল ইয়োহ, জেমাইন ক্লেমেন্ট, ওনা চ্যাপলিন, ভিন ডিজেল এবং সিজে জোন্স কে অ্যাভাটার টু তে দেখা যাবে। ১৬ ডিসেম্বর সিনেমাটির মুক্তির কথা রয়েছে। ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অফ ডাম্বলডোরডেভিড ইয়েটস পরিচালিত একটি ফ্যান্টাসি সিনেমা ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য সিক্রেটস অফ ডাম্বলডোর’। এটি ‘ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অফ গ্রিন্ডেলওয়ার্ল্ড’- এর সিক্যুয়েল। ফ্যান্টাস্টিক বিস্ট ফিল্ম সিরিজের তৃতীয় কিস্তি এবং উইজার্ডিং ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজিরসামগ্রিক একাদশ এটি। সিনেমাটিতে এডি রেডমাইন, জুড ল, এজরা মিলার, ড্যান ফগলার, অ্যালিসন সুডল, ক্যালাম টার্নারসহ অভিনয় করেছেন জেসিকা উইলিয়ামস, ক্যাথরিন ওয়াটারস্টন এবং ম্যাডস মিকেলসেন। থর: লাভ অ্যান্ড থান্ডারমার্ভেল কমিকস চরিত্র থর’র উপর ভিত্তি করে আমেরিকান সুপারহিরো ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি মার্ভেল স্টুডিওস দ্বারা প্রযোজিত। এটি ‘থর: রাগনারক’ -এর সিক্যুয়েল। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন