You have reached your daily news limit

Please log in to continue


টাইগারদের টেস্ট জয়কে 'অঘটন' বলছে ভারতীয় মিডিয়া

মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়েছে মুমিনুল হকের দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। ম্যাচের প্রথম দিনে মাঝে কয়েকঘণ্টা ছাড়া পুরো পাঁচদিন পূর্ণশক্তির নিউজিল্যান্ডের ওপর খবরদারি করেছে টিম টাইগার। তাদের ভয়ংকর পেস চতুষ্টয়ের বিরুদ্ধে মনোমুগ্ধকর টেস্ট ব্যাটিং উপহার দিয়েছে। বল হাতে ঝলসে উঠেছেন টাইগার পেসাররা। বিশ্বজুড়ে চলছে টাইগারদের প্রশংসা।

মাইকেল ভনের মতো অতি বড় ক্রিকেট সমালোচকেরাও বাংলাদেশের পারফর্মেন্সকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। অ্যাশেজের গ্যালারির বিগ স্ক্রিনে পর্যন্ত মাউন্ট মঙ্গানুই টেস্টের স্কোরকার্ড দেখানো হয়েছে! কিন্তু সবাই এই জয়কে টাইগারদের 'অর্জন' হিসেবে দেখছেন না। যেমন ভারতের একটি ক্রীড়াভিত্তিক অনলাইন 'স্পোর্টসকিডা' টাইগারদের এই জয়কে 'অঘটন' হিসেবে দেখছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন