পাঁচ বছর ধরে ভারতে যে রক্ষণশীল ও অনুদার দৃষ্টিভঙ্গির জোয়ার চলছে, সেটা এবার নতুন যুগে প্রবেশ করছে। গত বড়দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার মিশনারিজ অব চ্যারিটির বৈদেশিক অনুদান পাওয়ার লাইসেন্স নবায়ন স্থগিত করে। দাতব্য এই সংস্থা মাদার তেরেসার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫০ সালে। ২০১৬ সালে ক্যাথলিক চার্চ মাদার তেরেসাকে ‘সন্ত’ ঘোষণা করে।
ভারতের প্রধানমন্ত্রী মোদি এবং তাঁর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) হিন্দুত্ববাদী মতাদর্শের শপথ নিয়ে ক্ষমতায় এসেছে, তারা এখন ভারতকে একটি ‘হিন্দু রাষ্ট্র’ কিংবা ‘হিন্দু জাতি’ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। বিজেপি সরকার তাদের ধর্মান্ধ মতাদর্শের বাইরের যেকোনো সংগঠন বন্ধ করে দিতে চায়।