লকডাউন আর চাই না
জীবন নাকি জীবিকা? প্রশ্নটি গত দেড় বছরে যতবার উচ্চারিত হয়েছে, তার আগের ১০ বছরেও বোধ হয় এতবার উচ্চারিত হয়নি। কারণ জীবন ও জীবিকার মধ্যে যে সম্পর্ক— সেখানে এক বিশাল ডায়্যালেকটিক (দ্বন্দ্ব) তৈরি করেছে অতিমারি করোনাভাইরাস।
জীবন ছাড়া জীবিকার যেমন মূল্য নেই, তেমনি জীবিকার নিশ্চয়তা ছাড়া জীবন দুর্বিষহ। যে কারণে জীবন ও জীবিকা শব্দ দুটি পাশাপাশি ব্যবহৃত হয়। কিন্তু অতিমারি করোনা শুধু জীবনই কেড়ে নিচ্ছে না, জীবিকায়ও বড় ধরনের প্রভাব ফেলেছে।
কয়েকটি সংবাদ শিরোনামে চোখ বোলানো যাক।
- ট্যাগ:
- মতামত
- লকডাউন
- পূর্ণ লকডাউন
- সর্বাত্মক লকডাউন