বিশ্বাস ও সামর্থ্যের জয়
টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শিরোপা অর্জনের গৌরবে গৌরান্বিত এবং র্যাংকিংয়ে সেরা নিউজিল্যান্ডকে তাদের শক্ত কন্ডিশনে ৮ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ দল রোমাঞ্চে ভরপুর টেস্ট ম্যাচে। অর্জন করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রের খেলায় পূর্ণ পয়েন্ট। এগিয়ে গেছে সিরিজে ১-০-তে। ইংরেজি নববর্ষের শুরুতে টেস্ট ম্যাচ জয় দেশের ক্রিকেটকে শুধু অনুপ্রাণিত করেনি, অনেক প্রশ্নের উত্তরও দিয়েছে। ক্রিকেট ঘিরে নতুন করে চিন্তা-ভাবনার প্রয়োজন সৃষ্টি হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের ক্রিকেটের ভারাক্রান্ত সময়ে এই জয় শুধু একটি সাধারণ জয় নয়, এই জয়ের তাৎপর্য ও গুরুত্ব অন্য রকম। অবশ্যই জয়ের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে, তবে ক্রিকেটীয় দৃষ্টিতে গুরুত্বপূর্ণ হলো আত্মবিশ্বাস, সামর্থ্য, জয়ের জন্য বদ্ধপরিকর, আমাদের পক্ষেও সম্ভব মনোভাব, পাশাপাশি বিভিন্ন ধরনের নেতিবাচক চিন্তা ও উদ্বিগ্নতাকে সাহসের সঙ্গে মোকাবেলা করে সময়ের দাবি পূরণ করা। ক্রিকেটাররা আস্থা অর্জনে সক্ষম হয়েছেন।
- ট্যাগ:
- মতামত
- বাংলাদেশ টেস্ট ক্রিকেট