ফারুকী-তিশার ঘরে এলো ইলহাম
কন্যাসন্তানের মুখ দেখলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। বুধবার (৫ জানুয়ারি) রাত ৮টা ২৭ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের কোল জুড়ে আসে ফুটফুটে একটি মেয়ে। তার নাম রাখা হয়েছে ইলহাম নুসরাত ফারুকী।
ফারুকী জানিয়েছেন, মা-মেয়ে সুস্থ আছে।
তিশার অফিসিয়াল ফেসবুক পেজে সুখবরটি জানিয়ে লেখা হয়, ‘সে নিরাপদে সৃষ্টিকর্তার বাগান থেকে মা-বাবার বাসায় আজ রাত ৮টা ২৭ মিনিটে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ। মা ও মেয়ে দু’জনই সুস্থ আছে।’
পোস্টে তিশা ও তার সন্তানের ছবি জুড়ে দেওয়া হয়েছে। তবে এখনই কন্যার মুখ দেখাতে নারাজ ফারুকী। তাই অ্যাপের কারিকুরিতে ঢেকে দেওয়া হয়েছে ইলহামের মুখ। ফেসবুক পোস্টে চিকিৎসক সংযুক্তা সাহাকে ধন্যবাদ জানিয়েছেন তিশা।
চোখের পানি গড়িয়ে পড়ল আমার, ফেসবুকে ফারুকী- প্রথম আলো
ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘আমরা ভেবেছিলাম আমরা আবেগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখব! কিন্তু ওকে দেখে কোলে তুলে নিলাম, কী হলো আমরা জানি না। চোখের পানি গড়িয়ে পড়ল। কৃতজ্ঞতা এবং ভালোবাসার অশ্রু! ভদ্র মহোদয়গণ, আমাদের পরি ইলহাম নুসরাত ফারুকী সবাইকে হাই বলছে! তাকে এবং মাকে আপনার প্রার্থনায় রাখুন...।’