শরীয়তপুরে ভোটকেন্দ্রে বোমা বিস্ফোরণ-অগ্নিসংযোগ-গুলি-সাংবাদিক অবরুদ্ধ

ডেইলি স্টার শরীয়তপুর সদর প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ২১:১০

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ, গুলি ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বুধবার ৫ম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে। এই কেন্দ্রে অন্তত ৫ জন সাংবাদিককে প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।


প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুপুর সোয়া ২ টার দিকে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন ব্যাপারীর সমর্থকরা ওই কেন্দ্রে বোমা হামলা ও গুলি করে ভোটারদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর তারা কেন্দ্র থেকে ৩টি ভোট বাক্স, ৩ হাজার ব্যালট ও নির্বাচনী কাজে ব্যবহৃত সামগ্রী ছিনতাই করে নিয়ে যায়। এ সময় আনুমানিক ১০ জন আহত হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও