শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই আনতে পারে জয়মাল্য
এই জয় হয়তো অনেক বার্তা দেবে বাংলাদেশ ক্রিকেট দল এবং বিশ্ব ক্রিকেটকে। বাংলাদেশ ক্রিকেটের জন্য বার্তা হচ্ছে- ক্রিকেটের মূল মঞ্চ টেস্ট। দীর্ঘ ইনিংস খেলে ক্রিজে টিকে থাকার অভ্যাস করলে, সাদা পোশাকেও বাংলাদেশ ভালো করার ক্ষমতা রাখে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা প্রথম ইনিংস ভালো করলেও, দ্বিতীয় ইনিংসে চুপসে যাওয়া। বিশেষ করে ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেন না। প্রথম ইনিংসেও ত্রুটি আছে, উপরের সারির ব্যাটসম্যানরা, বিশেষ করে উদ্বোধনী জুটি সাজঘরে ফিরে আসে পোশাকে ধুলো বসার আগেই। লড়াইটা বরাবর বোলাররাই করে যান। মঙ্গানুইতে এর ব্যতিক্রম হলো বলেই জয় এল। এই ব্যতিক্রমটি যেন ব্যতিক্রম রয়ে না যায়।
- ট্যাগ:
- মতামত
- বাংলাদেশ ক্রিকেট দল
- আত্মবিশ্বাস