আমলাতন্ত্রের ব্যবচ্ছেদ
ক্ষয়হীন আমলাতন্ত্র একটি উত্তরাধিকার ধারা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও পাকিস্তান শোষণের আমলাতন্ত্রের খোলসের মধ্যে স্বাধীন বাংলাদেশের আমলাতন্ত্রের কাঠামোগত বিন্যাস। বৈশিষ্ট্যগত দিক থেকে এগুলোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। আগের আমলাতান্ত্রিক কাঠামো আমরা বহন করে চলেছি। এ আমলাতান্ত্রিক কাঠামো কতটা জনবান্ধব তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ও সংশয় রয়েছে। ব্যক্তিগতভাবে অনেক আমলা মানবিক হলেও সার্বিক বিচারে আমলাতন্ত্র একটি হৃদয়হীন কাঠামো।
সম্প্রতি আমলাতন্ত্র নিয়ে মন্তব্য করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা বলেছেন। তিনি আরও বলেছেন, ‘‘আমলাতন্ত্র মন্দ নয়, আমলাতন্ত্র ভালো। আমলাতন্ত্রের বিকল্পও তো নাই। (এর বিকল্প) কেউ বাইর করতে পারে নাই। সোভিয়েতও পারে নাই, চীনারাও পারে নাই; ফেরাউনও পারে নাই, খলিফারাও পারে নাই।” তিনি আরও বলেন, আমিও এক সময় ছোটখাটো একজন আমলা ছিলাম, মনেপ্রাণে এখনও আমলা আছি। আমার জীবনের শ্রেষ্ঠসময় কেটেছে আমলাতন্ত্রের ভেতরে।