You have reached your daily news limit

Please log in to continue


১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান মিলল বঙ্গোপসাগরে

বঙ্গোপসাগরে প্রায় ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস হাইড্রেটের সন্ধান পেয়েছে বাংলাদেশ।

নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যের সঙ্গে এক যৌথ জরিপে গ্যাস হাইড্রেটের সন্ধান পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট।

গবেষণা ইউনিটের প্রধান খুরশীদ আলম বলেন, 'আমরা এখনও পুরো এলাকা জরিপ করতে পারিনি। তবে, আমাদের ধারণা, প্রায় ১৭ থেকে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস হাইড্রেট রয়েছে।' বুধবার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এছাড়াও বঙ্গোপসাগরে সামুদ্রিক শৈবালের বাণিজ্যিক উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানান গবেষক দলের প্রধান।

গভীর সমুদ্রে অনুসন্ধান কাজ চালানোর জন্য একমাত্র ডেডিকেটেড মার্কিন ফেডারেল সংস্থা এনওএএ ওশেন এক্সপ্লোরেশন-এর তথ্যানুসারে, গ্যাস হাইড্রেট হলো বরফের মতো একধরনের খনিজ। এটি স্তূপীকৃত বালির ছিদ্রের ভেতরে ছড়ানো স্ফটিকাকারে অথবা কাদার তলানিতে ক্ষুদ্র পিণ্ড, শিট বা রেখা আকারে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন