![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2022/01/05/image-244799.jpg)
স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত সোনু নিগম
ঢাকা টাইমস
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১০:০০
বলিউডে করোনায় আক্রান্ত তারকাদের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হলেন তুমুল জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার সোনু নিগম। তবে গায়ক একা নন, তার স্ত্রী মধুরিমা এবং একমাত্র ছেলে নীলভেরও করোনা পজিটিভ। টুইট করে এই দুঃসংবাদ সোনুই শেয়ার করেছেন।