'সরু চোখের' নারীদের কেন সুন্দরী বলে মনে করে না চীনের কিছু মানুষ

বিবিসি বাংলা (ইংল্যান্ড) চীন প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ২১:০০

চীনা মডেল চাই নিয়াংনিয়াং সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে আবেগপূর্ণ ভাষায় এরকম প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন তার কিছু পুরনো ছবি একেবারেই ভুল কিছু কারণে ভাইরাল হওয়ার পর।


চাই নিয়াংনিয়াং একটি চীনা খাবারের ব্র্যান্ড 'থ্রি স্কুইরেলস' এর বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। একারণে কয়েকদিন ধরে তাকে অনলাইনে এই বলে আক্রমণ করা হয় যে, তিনি ইচ্ছেকৃতভাবে 'আপত্তিকর' এবং 'দেশ-বিরোধী' কাজ করেছেন। তাঁর অপরাধ? কারণ তার চোখ ছোট এবং সরু।


সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ এই বিজ্ঞাপন নিয়ে এতটাই ক্ষোভ প্রকাশ করে যে, এই কোম্পানি বাধ্য হয় অনলাইন থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে। তারা জনগণের কাছে এই বলে ক্ষমা চায় যে, বিজ্ঞাপনটি তাদের মধ্যে 'অস্বস্তি' তৈরি করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও