You have reached your daily news limit

Please log in to continue


চাঁদপুর শহররক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, ৫০০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ

চাঁদপুরে শহররক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দেওয়ায় ভাঙন রোধে এক হাজার সিসি ব্লক ও ১১০০ বালুভর্তি জিইও টেক্রটাইল ব্যাগ ডাম্পিং করা হয়েছে। দেবে গেছে শহররক্ষা বাঁধে ২০০ মিটার এলাকার সিসি ব্লক। ঘটনার সময় দেবে গেছে শহররক্ষা বাঁধের ৫০০ সিসি ব্লক। ভাঙনস্থলে প্রায় ১০০ মিটার নদীর গভীরতা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঘটনাস্থল মারাত্মক ঝুঁকিপূর্ণ বলেও জানিয়েছে পানি উন্নয়ন কর্তৃপক্ষ।

এলাকাবাসী মারাত্মক আতঙ্কের মধ্যে রয়েছেন। সোম ও মঙ্গলবার দুদিনে এক হাজার সিসি ব্লক ও ১১০০ বালুভর্তি জিইও টেক্রটাইল ব্যাগ ফেলা হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ভাঙনস্থলে সিসি ব্লক ও বালুভর্তি জিইও টেক্রটাইল ব্যাগ ফেলার তদারকি করছেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ঢাকাটাইমসকে জানান, এ ভয়াবহ ভাঙন ঠেকাতে আমাদের কাছে ১৪ হাজার সিসি ব্লক ও ১১ হাজার বালুভর্তি জিইও টেক্রটাইল ব্যাগ মজুদ রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন