সোয়ান গ্রুপের ১৩৬ কোটি টাকার গোপন বিক্রি, ভ্যাট গোয়েন্দার মামলা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২২, ১৭:১১

সোয়ান গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের ১৩৬ কোটি পাঁচ লাখ টাকার গোপন বিক্রয় হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এতে সরকারের প্রায় ৩৬ কোটি ৬৯ লাখ টাকার ভ্যাট ফাঁকি সংঘটিত হয়েছে। গ্রুপটির তিন প্রতিষ্ঠান সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমেটেড (ফোম), সোয়ান কেমিক্যালস লিমিটেড এবং সোয়ান ইন্ডাস্ট্রিজের মাধ্যমে এসব গোপন বিক্রি ও ভ্যাট ফাঁকির ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (৪ জানুয়ারি) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে ভ্যাট গোয়েন্দা। নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, প্রতিষ্ঠান তিনটি মূলত ফোম, ম্যাট্রেস, কেমিক্যালস এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্য উৎপাদন ও সরবরাহ করে। প্রতিষ্ঠানটি প্রকৃত সেবা বিক্রি গোপন করে চালান ছাড়াই সেবা সরবরাহ করে দীর্ঘদিন ধরে সরকারের বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি দিয়ে আসছে মর্মে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও