পেটে খেলে পিঠে সয়
২০২২ সালের বাংলাদেশ এখন ভিন্নমাত্রার একটি দেশ। প্রচণ্ড ঘনবসতিপূর্ণ দেশটি বহু প্রতিবন্ধকতার মধ্যে এখনো অমিত সম্ভাবনার স্বপ্নগুলো উসকে দিয়ে চলেছে। অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টি ভেবে দেখার মতো।
বিগত বছরে তৃণমূল পর্যায়ে জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ন্যূনতম চাহিদাগুলো মেটানোর বিষয়ে সরকারের সফলতা যথেষ্ট। তবে এর বিপরীতে নতুন বছরে অভ্যন্তরীণ পর্যায়ে পাঁচটি সমস্যা যথাযথ মোকাবেলা করতে না পারলে সরকার তথা দেশটির যাবতীয় সফলতা ম্লান হয়ে যেতে পারে। রাজনৈতিক প্রতিহিংসা, ধর্মীয় গোঁড়ামি, দুর্নীতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রুচির অবক্ষয় দেশকে পিছিয়ে দিচ্ছে।