সমুদ্রপথে পণ্য পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা

www.tbsnews.net চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২২, ১৫:৪৮

প্রধান সমুদ্র রুটগুলোতে, বিশেষ করে বাংলাদেশ-চীন রুটে ফ্রেইট চার্জ বা পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি স্থানীয় ব্যবসাগুলোর জন্য গুরুতর এক পরিস্থিতি সৃষ্টি করেছে। কারণ কোভিড-১৯ মহামারিতে বিগত প্রায় দুই বছর ধরে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন। 


বর্ধিত এই চার্জের সঙ্গে চালানে বিলম্ব, কাঁচামাল থেকে শুরু করে জরুরি চিকিৎসা সামগ্রীসহ বেশিরভাগ পণ্যের উৎপাদন খরচ বাড়িয়েছে। এভাবে খরচ বাড়তে থাকলে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


বাংলাদেশ-চীন রুটে একটি ৪০-ফুট কন্টেইনারের চালানের খরচ তিন সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২ হাজার মার্কিন ডলার। ব্যবসায়ীদের এখন ৪০-ফুট লোডেড কন্টেইনারের জন্য ৮ হাজার ডলার গুণতে হবে, যা তিন সপ্তাহ আগেও ছিল মাত্র ৬ হাজার ডলার। গত বছরের তুলনায় পর্যায়ক্রমে এ খরচ বেড়েছে ১৬৭ শতাংশ বা ৫ হাজার ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও