আমাদের নিজেদের উন্নয়ন ঘটাতে হবে: পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের ব্রিটিশ ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এখনও দাসত্বের মানসিকতাই পড়ে আছি। সেখান থেকে বের হয়ে আমাদের নিজেদের উন্নয়ন ঘটাতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি বক্র, তা আরো সুন্দর করতে হবে।
একুশ শতকে আমাদের বিজ্ঞান, আধুনিকতা, প্রযুক্তির দিকে এগোতে হবে। আজ রবিবার দুপুরে রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরোধী কিংবা অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রী বলেন, যেকোনো দল বলতে পারে যে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু এটা বলতে পারে না যে, নির্বাচন হতে দেব না। নির্বাচন কমিশন রেফারির মতো কাজ করে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মন্ত্রীর বক্তব্য
- এম এ মান্নান