ব্যাংক আবগারি শুল্ক কেটেছে, ভয় পাবেন না
প্রথম আলো
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ১১:০৪
অনেকের ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) থেকে বিদায়ী ডিসেম্বর মাসে টাকা কেটেছে ব্যাংক। এতে তাঁরা ভাবতে পারেন যে তাঁদের ব্যাংক হিসাব থেকে টাকা 'গায়েব' হয়েছে।
ভয় পাওয়ার কিছু নেই। আপনার হিসাব থেকে আবগারি শুল্ক কেটে রাখা হয়েছে। এটি ব্যাংকের কোনো সেবা মাশুল নয়। আপনার হিসাবে টাকার পরিমাণ একটি নির্দিষ্ট সীমা স্পর্শ করায় সরকার আপনার কাছ থেকে টাকা কেটে রাখছে।