২০২১ সালের যুগান্তকারী যেসব আবিষ্কার তাক লাগিয়েছে
ঢাকা টাইমস
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ১১:১০
বিজ্ঞানীরা মানুষের জন্য কতকিছুই না করছেন৷ তাদের একের পর এক আবিষ্কার আমাদের জীবনকে সহজ করে তুলছে৷করোনাকালেও বিজ্ঞানের অগ্রযাত্রা থেমে থাকেনি। করোনার বিভীষিকা, মারণক্ষমতা, ভয়াবহতা মানুষের মধ্যে থাকলেও ২০২১ সালে বিজ্ঞানীদের সফলতা থেমে থাকেনি। দেখতে গেলে বিজ্ঞানে কিছু যুগান্তকারী ঘটনাও ঘটল অতিমারী-কবলিত এই ২০২১ সালেই। বিজ্ঞানের চলমান অগ্রগতির সাথে হাঁটতে হলে সাম্প্রতিক সময়ের আবিষ্কার ও উদ্ভাবন সম্পর্কে জানা জরুরি।
দেখে নেওয়া যাক কী কী আবিষ্কার। কোভিড-১৯ টিকা এই বছরের সব চেয়ে বড় আবিষ্কারটিই করোনা সম্পর্কিত। এই ২০২১ সালেই আবিষ্কৃত হয়েছে কোভিড-১৯ টিকা।