কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অর্থনীতির পাঁচ পুর্বাভাস, পাঁচ দুশ্চিন্তা ও পাঁচ প্রশ্ন

প্রথম আলো প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২২, ০৯:০২

অর্থনীতি পুরোপুরি পুনরুদ্ধারের পথে, এ কথা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। নতুন বছরটি কেমন হবে, এ নিয়ে এখনো রয়েছে নানা অনিশ্চয়তা, শঙ্কা, দুশ্চিন্তা ও হুমকি। কিছু সমস্যা বৈশ্বিক, কিছু আছে একান্তই বাংলাদেশের। সুতরাং নতুন বছরের অর্থনীতি কেমন হবে, তা জানতে প্রয়োজন কিছু প্রশ্নের উত্তর জানা।


সাধারণ মানুষের পূর্বাভাস
সদ্য বিদায়ী বছরের ডিসেম্বর মাসের শুরুর দিকে বিশ্বব্যাপী একটি জরিপ করেছিল প্যারিসভিত্তিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসস। বিশ্বের ৩৩টি দেশের ২২ হাজার মানুষকে তারা ২০২২ সালের পূর্বাভাস নিয়ে প্রশ্ন করেছিল। জরিপে দেখা গেছে, ৬১ শতাংশই মনে করেছে বিশ্ব অর্থনীতি আগের চেয়ে ভালো হবে। আর ৭৭ শতাংশের প্রত্যাশা হচ্ছে, আগের বছরের তুলনায় নতুন বছরে তিনি ভালো থাকবেন। কোভিড-১৯ নিয়ে আশঙ্কা থাকলেও ৫৬ শতাংশই মনে করে, বিশ্বের ৮০ শতাংশ মানুষই কমপক্ষে এক ডোজ করে হলেও টিকা পাবেন। তবে জরিপে অংশগ্রহণকারীরা কিছু শঙ্কার কথাও বলেছেন। যেমন ৭৫ শতাংশেরই ধারণা, ২০২২ সালে দ্রব্যমূল্য বাড়বে তাদের আয়ের চেয়েও বেশি। আর ৩৫ শতাংশই মনে করে, নতুন বছরে বিশ্বের প্রধান প্রধান শেয়ারবাজারে ধস নামবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও