You have reached your daily news limit

Please log in to continue


অক্টোবরের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার কোটি টাকা

অক্টোবর মাসের প্রথম ১৮ দিনে ১৫৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে, যা বাংলাদেশি মুদ্রায় ১৯ হাজার ২০৩ কোটি টাকা। সে হিসাবে দৈনিক গড়ে এসেছে ৮ কোটি ২৮ লাখ ডলার বা প্রায় এক হাজার ১১ কোটি টাকা।

রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, অক্টোবরের ১৮ দিনে দেশে যে রেমিট্যান্স এসেছে- তা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচ কোটি ১০ লাখ ডলার বেশি। গত বছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ৩০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি (২০২৫-২৬) অর্থবছর ১৮ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯১৫ কোটি ৯০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮০৬ কোটি ৬০ লাখ ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন