You have reached your daily news limit

Please log in to continue


বর্ধিত ফি প্রত্যাহারের আশ্বাসে চট্টগ্রাম বন্দরে পরিবহন ধর্মঘট স্থগিতের ঘোষণা মালিক-শ্রমিকদের

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) বর্ধিত গেট পাস ফি প্রত্যাহারের আশ্বাসে চট্টগ্রাম বন্দরে পরিবহন মালিক-শ্রমিকেরা তাদের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছেন। 

রোববার (১৯ অক্টোবর) বিকেলে তারা এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। এর মধ্যে দিয়ে বন্দরের কার্যক্রমে প্রায় দুই দিনের অচলাবস্থার অবসান হলো। ইতোমধ্যেই বেলা সাড়ে ৩টা থেকে কন্টেইনারবাহী যানবাহন বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

আজ সকালে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতিনিধিদের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। 

বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব চৌধুরী জাফর আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বর্ধিত ফি প্রত্যাহার করতে এবং গেট পাসের জন্য আগের হারেই চার্জ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। আমাদের দাবি পূরণ হওয়ায়, আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি।'

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সেক্রেটারি মোহাম্মদ ওমর ফারুক বলেন, 'সব পক্ষের সাথে সফল আলোচনার পর আমরা নতুন গেট পাস ফি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি আরও বলেন, 'আমরা নৌপরিবহন মন্ত্রণালয়কে প্রবেশ ফি কমানোর সুপারিশ করে চিঠি দেব। সংশোধিত হার চূড়ান্ত না হওয়া পর্যন্ত পূর্ববর্তী হার বহাল থাকবে।'

এর আগে গেট পাস ফি ৫৭ টাকা থেকে ৩০০% বাড়িয়ে ২৩০ টাকা নির্ধারণের প্রতিবাদে গতকাল শনিবার সকালে পরিবহনকারীরা ধর্মঘট শুরু করেন পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা। এছাড়া সিএন্ডএফ এজেন্ট কর্মচারীরা  ৪১ শতাংশ বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবিতে প্রতিদিন চার ঘণ্টা করে কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন