ধর্ষণের ‘মহামারি’ ও এক মান্দাইয়ের হাসি

প্রথম আলো নাজনীন আখতার প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ২১:১২

পত্রিকার প্রতিবেদকদের যার যার বিটে বছর শেষে সালতামামি করার রেওয়াজ রয়েছে। এবার লেখার আগে নারী ও শিশু বিটের কর্মী হিসেবে পুরো বছরের একটা ‘মানসিক ভ্রমণ’ দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করলাম আলোচিত কী কী আছে। তবে বছরের শেষ প্রান্তের তিনটা ঘটনা জানান দিল লেখায় পুরোনোগুলোর উল্লেখ অল্পস্বল্প করলেও চলবে। তিনটি ঘটনাই ধর্ষণের। তাহলে বিশেষভাবে তিনটির উল্লেখই-বা কেন! ধর্ষণ ঘটছেও প্রতিদিন। শুধু ঢাকায় জানুয়ারি থেকে নভেম্বর মাসে দিনে গড়ে ২টি ধর্ষণ বা দলবদ্ধ ধর্ষণ বা ধর্ষণের পর হত্যার মামলা হচ্ছে। নারী ও শিশু নির্যাতনের মামলা হচ্ছে দিনে গড়ে ৬টির বেশি। গত বছরের চেয়ে নারী ও শিশু নির্যাতনের মামলা এবার ৩ শতাংশ বেশি (সূত্র: ঢাকা মহানগর পুলিশ)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও