সাগরের বিশালতায় বছরের শেষ সূর্যাস্ত দেখলেন পর্যটকরা
কক্সবাজার সমুদ্র সৈকতের পশ্চিম আকাশে সূর্য যখন লাল বৃত্ত ধারণ করে তখন সবাই অনুভব করেন এটি বছরের শেষ সূর্যাস্ত। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে একটি বছর। তাই লাল বৃত্তের সূর্য এবং উত্তাল সমুদ্রকে ঘিরে সৈকত জুড়ে সমবেত হয়েছিলেন প্রায় আড়াই লক্ষাধিক মানুষ।
তারা সবাই সমুদ্র সৈকতে ২০২১ সালের শেষ সূর্যাস্ত দেখতে আসেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কেউ একজন চিৎকার করে বলে ওঠেন ‘বিদায় ২০২১। তার ওই চিৎকারের সঙ্গে তাল মেলায় অসংখ্য কণ্ঠ।