ইউরোপ কি যুক্তরাষ্ট্র-চীন যুদ্ধ ঠেকাতে পারবে
বেইজিংয়ে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বর্জনের যে ডাক জো বাইডেন দিয়েছেন, তাতে সাড়া দেবে কি না, তা নিয়ে ইউরোপের দেশগুলো দ্বিধায় পড়েছে। এ ঘটনা গুরুত্বপূর্ণ যে প্রশ্নকে আবার সামনে নিয়ে এল, চীনের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্রে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সত্যি সত্যিই এক সমুদ্র ব্যবধান রয়েছে।
চীন বিশ্বব্যবস্থার ওপর যে চ্যালেঞ্জগুলো ছুড়ে দেয়, সেগুলো মোকাবিলার ক্ষেত্রে মৌলিক রাজনৈতিক মূল্যবোধ দিয়ে বোঝাপড়া না করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ একই ধরনের চালাকির পথ বেছে নেয়। ইউরোপের বেশির ভাগ সরকার কর্তৃত্ববাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গণতান্ত্রিক জোটে নিজেদের স্বার্থ দেখতে পাচ্ছে না। প্রতিযোগিতার বদলে প্রতিবন্ধকতা সৃষ্টির চীনের যে নীতি, সেটা বাধা দেওয়ার ক্ষেত্রে অনীহা রয়েছে ইউরোপীয় নেতাদের।