‘পুষ্পা’র দাপট, ‘এইটি থ্রি’ হাফ সেঞ্চুরি

প্রথম আলো প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ১৮:২৮

দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি শিগগিরই ২০০ কোটি ক্লাবের সদস্য হতে যাচ্ছে। এদিকে ‘এইটিথ্রি’ কোনোমতে হাফ সেঞ্চুরি করেছে।


১৭ ডিসেম্বর মুক্তি পায় প্যান ইন্ডিয়ান ছবি ‘পুষ্পা’। এই ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে আছেন দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা। মুক্তির ১১ দিন পরও বক্স অফিসে ছবির দাপট চলছে। তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড়, হিন্দিসহ পাঁচটি ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। সব ভাষাতেই ‘পুষ্পা’ বক্স অফিসে ঝড় তুলেছে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, হিন্দিভাষী রাজ্যগুলোতেও ‘পুষ্পা’র জয়জয়কার।


আল্লু অর্জুনের ‘পুষ্পা’ যে গতিতে এগোচ্ছে, বাণিজ্য বিশ্লেষকদের অনুমান, খুব শিগগিরই এই ছবি ২০০ কোটি ক্লাবের সদস্য হবে। ইতিমধ্যে ছবিটি ১৮৬ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। প্রথম সপ্তাহে ‘পুষ্পা’ ১৬৬ কোটি ৮২ লাখ রুপির ব্যবসা করেছিল। সব মিলিয়ে ১৮৬ কোটি ছাড়িয়ে গেছে এই ছবির আয়।


অন্যদিকে কবির খানের ‘এইটিথ্রি’ ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতে ‘পুষ্পা’ আগেই রিলিজ করেছিলেন নির্মাতারা। কিন্তু ‘এইটিথ্রি’ মুক্তির পরও আল্লু অর্জুনের এই ছবির দাপট বেড়েই চলছে। এমনকি এই ছবি থেকে বেশ কিছু দৃশ্য বাদ দেওয়া হয়েছে। তবুও ‘পুষ্পা: দ্য রাইজ’ ক্রমেই ‘রাইজ’ হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও