![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/resize?width=800&quality=75&path=uploads/news/2021/Dec/30/1640866816824.jpg)
কলকাতায় যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ করছে পশ্চিমবঙ্গ
করোনার অতি সংক্রামক ধরন ওমিক্রনের শঙ্কায় কলকাতায় যুক্তরাজ্য থেকে আসা সব ফ্লাইট নিষিদ্ধ করতে চলেছে পশ্চিমবঙ্গ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, আগামী ৩ জানুয়ারি থেকে বিমান চলাচলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে যুক্তরাজ্য থেকে কলকাতায় ঢুকতে পারবে না কোনও ফ্লাইট।
বৃহস্পতিবার রাজ্যের কেন্দ্রীয় বিমান মন্ত্রী এ বিষয়ে চিঠি দিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব বিপি গোপালিকা।