কাশ্মীরে এনকাউন্টারে মৃত ছয়
পুলিশ জানিয়েছে, অনন্তনাগ এবং কুলগামে দুইটি আলাদা এনকাউন্টারে ছয় জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে পুলিশের অ্যান্টি টেরর অপারেশন শুরু হয়। প্রথমটি নওগাম-অনন্তনাগে এবং দ্বিতীয়টি কুলগাম জেলার মিরহামা গ্রামে।
কাশ্মীরের আইজি বিজয় কুমারকে উদ্ধৃত করে পুলিশ টুইট করে জানিয়েছে, ছয়জন জঙ্গিই জইশ-ই-মোহাম্মদের সদস্য। তাদের মধ্যে দুইজন পাকিস্তানি, দুইজন স্থানীয় মানুষ এবং বাকি দুইজনকে চিহ্নিত করার কাজ চলছে। পুলিশের দাবি, এটা তাদের কাছে একটা বড় সাফল্য।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- এনকাউন্টার