বৈরী সময়ে আসছে বড় রাজস্বের লক্ষ্যমাত্রা
কালের কণ্ঠ
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ১০:৩৩
করোনার প্রভাবে ব্যবসা-বাণিজ্য এখনো আগের অবস্থায় আসেনি। উল্টো ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে আশঙ্কা জাগাচ্ছে। এর মধ্যেই সরকার আবারও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) বিশাল লক্ষ্যমাত্রা দেওয়ার প্রাক্কলন করেছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হারসংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের’ সভায় আগামী অর্থবছর এনবিআরকে তিন লাখ ৭০ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়ার প্রস্তাব করেছে অর্থ বিভাগ।