৮৬ শতাংশ সরকারি দপ্তরের কর্মদক্ষতা অত্যন্ত ভালো!

সমকাল প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ০৮:৪৭

মন্ত্রণালয় ও বিভাগগুলোর জবাবদিহিতা ও কার্যক্রম বৃদ্ধি এবং জনবল ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য বছর পাঁচেক আগে সরকার চালু করে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)। বছর শেষে প্রকাশিত হয় মূল্যায়ন প্রতিবেদন। সম্প্রতি ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের চলতি বছরের এপিএ মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। নিজস্ব এ মূল্যায়নে ৮৬ শতাংশের বেশি মন্ত্রণালয় ও বিভাগের কর্মদক্ষতা (পারফরম্যান্স) অত্যন্ত ভালো। তারা লেটার মার্কস (৮০-এর বেশি নম্বর) পেয়েছে।


প্রতিবেদনে দেখা যায়, ২৮টি মন্ত্রণালয় ও বিভাগ ১০০ নম্বরের মধ্যে ৯০-এর বেশি নম্বর পেয়েছে। ৮০ থেকে ৮৯ নম্বর পেয়েছে ১৬টি মন্ত্রণালয় ও বিভাগ। বাকি সাতটির নম্বর আশির নিচে, তবে ৬৫-এর বেশি। মূল্যায়নে সবার শীর্ষে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এই মন্ত্রণালয়ের প্রাপ্ত নম্বর ৯৮ দশমিক ৬৬। সবার নিচে অবস্থান বাণিজ্য মন্ত্রণালয়ের; তাদের নম্বর ৬৫ দশমিক ৭৬।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও