কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কর্মস্থলে লিঙ্গ বৈষম্য: ১০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে ‘রায়ট গেইমস’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১৮:৩৩

লিঙ্গ বৈষম্যের অভিযোগে দায়ের করা ‘ক্লাস অ্যাকশন’ মামলার সমঝোতায় আসতে ১০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে জনপ্রিয় ভিডিও গেইম ‘লিগ অফ লিজেন্ডস’-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘রায়ট গেইমস’।মামলায় এই সমঝোতা “প্রায় এক হাজার ৬৫ জন স্থায়ী নারী কর্মী এবং এক হাজার তিনশ’ চুক্তিভিত্তিক নারী কর্মীকে” ক্ষতিপূরণ দেবে বলে মন্তব্য করেছে ক্যালিফোর্নিয়ার ‘ডিপার্টমেন্ট অফ ফেয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড হাউজিং (ডিএফইএইচ)’। ডিএফইএইচ বলছে, “পদ্ধতিগতভাবে লিঙ্গ বৈষম্য এবং হয়রানিতে জড়িত ছিল” রায়ট। আর প্রতিষ্ঠানটি বলছে, “অতীত কর্মকাণ্ডের দায়ও” নেবে তারা।


জরিমানার আট কোটি ডলার পাবেন ক্লাস অ্যাকশন মামলার সদস্যরা, বাকি দুই কোটি ডলার থাকবে আইনজীবীদের খরচ হিসেবে। রায়টের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলাটি করা হয়েছিল ২০১৮ সালে; লস অ্যাঞ্জেলস টাইমস এবং গেইমিংয়ের খবর বিষয়ক ওয়েবসাইট ‘কোতাকু’-তে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে ওই মামলার সূত্রপাত বলে জানিয়েছে বিবিসি। রায়ট গেইমসের বিরুদ্ধে দায়ের করা প্রথম অভিযোগটি ছিল ‘নেতিবাচক পুরুষতান্ত্রিক আচরণের পৃষ্ঠপোষকতা’ করার। রায়টের বিরুদ্ধে সে সময় যে অভিযোগগুলো উঠেছিল, তার মধ্যে আছে নারীদের ‘যৌন পণ্য’ হিসেবে বিবেচনা করা, চেইন মেইলের মাধ্যমে সবচেয়ে ‘আবেদনময়ী নারী সহকর্মীদের’ র‌্যাংকিং করতেন পুরুষকর্মীরা এবং নারী কর্মীদের পুরুষাঙ্গের ছবি পাঠিয়ে হয়রানি করতেন উচ্চপদস্থ পুরুষ সহকর্মীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও