
স্প্যামের ভিড়ে জরুরি এসএমএস শনাক্ত করবে ট্রুকলারের এআই ফিচার
ইনবক্সে স্প্যাম বার্তার ভিড়ে আসল ও জরুরি বার্তাগুলো আলাদা করে চিনতে সাহায্যে জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে ট্রুকলার। এই নতুন ফিচারের নাম দেওয়া হয়েছে ‘মেসেজ আইডি’। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফোনের এসএমএস ইনবক্স স্ক্যান করা হয় এবং ভেরিফায়েড (নিশ্চিতভাবে প্রামাণ্য) প্রতিষ্ঠানের পাঠানো গুরুত্বপূর্ণ বার্তাগুলো যেমন—ওটিপি, ডেলিভারি আপডেট, টিকিট বুকিংয়ের তথ্য ইত্যাদি—আলাদা করে চিহ্নিত করা হয়। এ ধরনের গুরুত্বপূর্ণ বার্তার পাশে ইনবক্সে সবুজ চিহ্নসহ টিক চিহ্ন দেখানো হবে।
ট্রুকলার জানিয়েছে, তারা ভারতসহ আরও ৩০টি দেশে এই ফিচার চালু করেছে। এতে এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করে ফোনেই ইনবক্স স্ক্যান করা হয়, কোনো ডেটা ডিভাইসের বাইরে পাঠানো হয় না। ফলে ব্যবহারকারীর গোপনীয়তাও বজায় থাকে।
এই ফিচার শুধু সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি ইংরেজি, হিন্দি, সোয়াহিলি, স্প্যানিশসহ বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় কাজ করতে পারে।
ফিচারটি চালু করতে হলে ফোনে ‘রিড এসএমএস’ ও ‘ডিসপ্লে ওভার আদার অ্যাপস’ অপশনের অনুমতি দিতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ বার্তার নোটিফিকেশন দেখানো যায়।