
দুপুরের বিশ্রাম বিষয়ে মহানবী (সা.) যা বলেছেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১১:৫৬
ঘুম মহান আল্লাহর অমূল্য নিয়ামত। পবিত্র কোরআনে রাতের ও দিনের ঘুমকে মহান আল্লাহর নিদর্শনাবলির অংশ বলে আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর তাঁর নিদর্শনাবলির একটি হলো রাতে ও দিনের ঘুম এবং তাঁর কৃপা অন্বেষণ। নিশ্চয়ই এতে মনোযোগী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলি রয়েছে।’ (সুরা : রোম, আয়াত : ২৩)।
- ট্যাগ:
- ইসলাম
- দিনে ঘুমানো