ব্যর্থতা আর বিতর্কের ফুটবল
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ০৮:৪৬
এখন ফুটবলে চলছে ফেডারেশন কাপ ‘সার্কাস’! বছরের বাকি সময়টাও যে ফুটবল ফুলে ফুলে শোভিত ছিল, তা নয়। পুরো বছরে স্মৃতিতে রাখার মতো লাল-সবুজের ম্যাচ একটিই—১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ২-১ গোলে জয়।
এই সুখস্মৃতির ঘটনা গত অক্টোবরে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে। সেশেলসের সঙ্গে ১-১ গোলের ড্রয়ের হতাশা দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ ফিরেছে সগৌরবে। জামাল ভুঁইয়া ও তপুর গোলে ম্যাচ জেতে ২-১ ব্যবধানে। ২০০৩ সাফ ফুটবল ফাইনালে মালদ্বীপকে টাইব্রেকারে হারানোর পর আর গৌরবের দেখা মেলেনি। এত বছর মাথা নুইয়ে থাকা দলটি ১৮ বছর পর ফের দাপট দেখিয়েছে। কিন্তু পরের ম্যাচেই আবার ছন্দঃপতন, ১০ জনের শ্রীলঙ্কার কাছে ২-১ গোলে হেরে মারিও লেমোসের দলটি ফিরে আসে ফাইনালের চৌকাঠ থেকে।