You have reached your daily news limit

Please log in to continue


১৫০ বছরের পুরোনো ৭টি আইন বাতিলের সুপারিশ

১৫০ বছরের বেশি পুরোনো সাতটি আইন বাতিলের সুপারিশ করেছে আইন কমিশন। বর্তমানে এসব আইনের কোনো উপযোগিতা বা প্রায়োগিক ক্ষেত্র না থাকায় আইনগুলো বাতিলের সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার এ সংক্রান্ত সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, এই আইনগুলো এত পুরোনো যে, এগুলো কোনো কাজে আসছে না। যেহেতু কোনো কার্যকারিতা নেই, তাই বাতিলের সুপারিশ করা হয়েছে। যেসব আইন বাতিলের সুপারিশ করা হয়েছে সেগুলো হলো- দ্যা পাবলিক সার্ভেন্টস (ইনকোয়ারিস) অ্যাক্ট, ১৮৫০, দ্যা টোলস অ্যাক্ট, ১৮৫১, দ্যা ক্যানালস অ্যাক্ট, ১৮৬৪, দ্যা অ্যাক্টিং জাজেস অ্যাক্ট, ১৮৬৭, দ্যা অ্যালুভিয়ন (এ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ১৮৬৮, দ্যা সারায়িস অ্যাক্ট, ১৮৬৭, দ্যা পেনশনস অ্যাক্ট, ১৮৭১।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন