
র্যাবের ওপর নিষেধাজ্ঞা: মার্কিন আইন প্রতিষ্ঠান নিয়োগের চিন্তা সরকারের
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের একটি আইন প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ে চিন্তা করছে সরকার।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের দূতাবাসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি, যাতে করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।’
নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কোনও আইনি প্রতিষ্ঠান নিয়োগ করা যায় কিনা, সেটি আমরা দেখছি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা মেট্রোপলিটন
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে