কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মা হচ্ছেন তিশা, জানালেন ফারুকী

এনটিভি প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ১৮:০৫

গুঞ্জন আগে থেকেই ছিল, অবশেষে এলো ঘোষণা। মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অন্তর্জালে তিশার সঙ্গে ছবি প্রকাশ করে এই খবর জানিয়েছেন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, ‘তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি।আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।’


এই নির্মাতা সুখবর দেওয়া পোস্টে আরও যুক্ত করেছেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না? সে কেনো সবকিছুতে অনুপস্থিত? অনুপস্থিত কারন আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি।’


কিছুক্ষণ পরে অবশ্য একইভাবে মা হতে যাওয়ার খবর ফেসবুকে জানিয়েছেন নুসরাত ইমরোজ তিশা।নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালের জুলাই মাসে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।



মা হচ্ছি, খবরটা শুনে নাচ শুরু করে সরয়ার: তিশা


মা হওয়ার খবরটা যখন পরিচালক স্বামী মোস্তফা সরয়ার ফারুকী জানতে পারেন, কী করেছিলেন? এমন একটি প্রশ্ন ছিল তিশার কাছে। গতকাল মঙ্গলবার দুপুরে তিশা বলেন, ‘আমার স্পষ্ট মনে আছে, খবরটা শুনে সরয়ার বিছানা থেকে উঠে সুন্দর একটা নাচ দিল (হাসি)।’


কয়েক মাস আগে মা–বাবা হওয়ার খবরটি জানতে পারেন জনপ্রিয় অভিনেত্রী তিশা ও পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। মাসখানেকের মধ্যে তাঁদের অনাগত সন্তান পৃথিবীর আলো দেখতে যাচ্ছে। এই আনন্দের সংবাদ আসার পর থেকে জীবনের সেরা সময় কাটছে তিশা ও ফারুকী দম্পতির পরিবারে।



‘অভিনন্দন বড় ভাই, একই সাথে কাকু ও মামু হচ্ছি’


মা-বাবা হচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা দম্পতি। এই খুশির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন তাঁরা। এ খবরে শুভেচ্ছা জানাচ্ছেন মিডিয়া অঙ্গনের তারকারা। আসুন দেখি নির্মাতা, অভিনয়শিল্পীরা কে কী লিখলেন।


ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘যখন তোমার জন্ম হয়, তখন একই সঙ্গে আসলে জন্ম হয় আমাদেরও, আমি যখন কবিতা লিখি, তখন কবিতাও কি কিছুটা লিখে না আমায়?’ তিনি আরও লিখেছেন, ‘সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতিই হবে নিশ্চয়ই।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও