You have reached your daily news limit

Please log in to continue


জলবায়ু প্রকল্পের মেয়াদ শেষেও সাড়ে ৫ কোটি টাকা উত্তোলন

বন বিভাগের প্রকল্পটির একটি অংশ বাস্তবায়নের দায়িত্ব পায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরণ্যক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি প্রকল্প শেষ হওয়ার পরও ‘যৌথ ঘূর্ণায়মান সঞ্চয় ও ঋণ তহবিল’ থেকে ৫ কোটি ৩০ লাখ ৭ হাজার টাকা উত্তোলন করেছে। এই অর্থ ব্যয়ের সঠিক তথ্য-প্রমাণ তারা দিতে পারেনি। এমনটা উঠে এসেছে সরকারের অডিট অধিদফতরের প্রতিবেদনে। বন বিভাগ বলছে, বিষয়টির সঙ্গে তাদের সম্পর্ক নেই। এটি আরণ্যক ফাউন্ডেশনই বলতে পারবে। আরণ্যক বলছে অভিযোগটি সঠিক হয়নি। জবাব তৈরি করা হচ্ছে।

বাংলা ট্রিবিউনের হাতে আসা নথি পর্যালোচনায় দেখা গেছে, আরণ্যক ফাউন্ডেশনের আর্থিক বিবরণী অনুসারে ৫৫টি মিউচুয়াল রোটেটিং সেভিংস ও লোন ফান্ড (এমআরএসএলএফ) তহবিলে ক্লাইমেট চেঞ্জ রেসিলিয়েন্স ফান্ড (সিসিআরএফ) থেকে সরাসরি অনুদান হিসেবে ১৩ কোটি ৯২ লাখ ১১ হাজার টাকা বিতরণ করা হয়। এ ছাড়া বননির্ভর ব্যক্তিদের অংশগ্রহণমূলক সঞ্চয়ের মাধ্যমে ২ কোটি ৪০ লাখ টাকা ম্যাচিং ফান্ড সংগ্রহ করা হয়। মোট তহবিল দাঁড়ায় ১৬ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন