শেহজাদ ঢাকায়, কুমিল্লায় কুশল-থমাস
                        
                            চ্যানেল আই
                        
                        
                        
                         প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ১৪:২৩
                        
                    
                আফগান মারকুটে ব্যাটার মোহাম্মদ শেহজাদ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরে দল পেয়েছেন। ইমরুল-লিটনদের কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলবেন তিনি। একই জার্সিতে আসর মাতাবেন ওশানে থমাস ও কুশল মেন্ডিস। দলে শহিদুল ও তানভীর ইসলামকেও নিয়েছে কুমিল্লা। ড্রাফটে ভিক্টোরিয়ানস শুরুর ডাকে টানে উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসকে।
- ট্যাগ:
 - খেলা
 - বিপিএল
 - দল ঘোষণা
 - কুশল মেন্ডিস
 - ওশানে থমাস