![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/msid-88505855,width-540,height-405,resizemode-75/ei-samay.jpg)
ব্রেকআপের পর একলা লাগছে? এই উপায়ে 'চাঙ্গা' করুন নিজেকে!
eisamay.com
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ১৪:১৭
জীবনে সবকিছু আপনার মন মতো হবে না। কোনও সময় থাকবে ভালো তো কিছুটা সময় হবে খারাপ। এই খারাপ-ভালোকে সঙ্গে করেই আপনাকে এগিয়ে যেতে হবে। তবেই সুখে শান্তিতে বাঁচা সম্ভব। এই সারসত্য মাথায় রাখা উচিত। কারণ জীবনে একটা খারাপ সম্পর্কে (Relationship) প্রবেশ করতেই পারেন। হয়তো আপনার মানুষ চিনতে ভুল হয়েছিল। তাই আপনি ভেবেছেন, এই মানুষটিই আপনার জন্য সঠিক। ফলে এই সম্পর্কে গিয়েছেন। এবার আপনি যখন বুঝতে পারলেন সম্পর্কে থাকা ঠিক হচ্ছে না, তখন আপনি বেরিয়ে এসেছেন (Breakup)। এটাই সঠিক সিদ্ধান্ত। কারণ এই সম্পর্কে থেকে গেলে হয়তো আপনার জীবনে আরও কিছু খারাপ হয়ে যেত। তাই এই নিয়ে মনে কোনও দ্বিধা রাখবেন না।
- ট্যাগ:
- লাইফ
- চাঙ্গা ভাব
- ব্রেকআপ
- ‘ব্রেকআপ স্টোরি’