You have reached your daily news limit

Please log in to continue


শতাধিক পণ্যবাহী যান পারাপারের অপেক্ষায়

গত দুইদিন ধরে কুয়াশার পরিমাণ কম থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তারপরও ফেরি স্বল্পতার কারণে পণ্যবাহী যানগুলোকে টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীবাহী পরিবহনের চাপ নেই ঘাট এলাকায়। তবে ফেরি স্বল্পতায় পণ্যবাহী যানগুলোকে ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করতে হচ্ছে। সকাল সাড়ে দশটা পর্যন্ত টার্মিনালে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।

জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ২০টি ফেরি বরাদ্দ থাকলেও বর্তমানে ১৪টি ফেরি সচল আছে। ২টি মধুমতি ভাসমান কারখানায় মেরামত অবস্থায় এবং ভারী সমস্যার কারণে বাকি ৪টি ফেরি নারায়নগঞ্জ ডকইয়ার্ডে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন