শাপে বর হল বিরাটের, মনে করছেন শাস্ত্রী
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে সীমিত ওভারের ক্রিকেট থেকে বিরাট কোহলির নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। যার পর থেকেই ক্ষুব্ধ বিশেষজ্ঞদের অনেকেই। এ বার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও। তিনি জানিয়েছেন, সীমিত ওভারের অধিনায়কত্ব চলে যাওয়ায় বিরাটের ভালই হয়েছে। তিনি আরও ভাল করে নিজের ব্যাটিংয়ে মনোনিবেশ করতে পারবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে চলেছেন, তা জানিয়ে দিয়েছিলেন বিরাট। বিশ্বকাপের পরে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে ওয়ান ডে নেতৃত্ব থেকেও ভারতীয় ক্রিকেট বোর্ড সরিয়ে দেয় বিরাটকে। এর আগে কোহলি চেয়েছিলেন, ওয়ান ডে ও টেস্ট দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাতে। কিন্তু সাদা বলের খেলায় দু’জন অধিনায়ক থাকুক, তা চায়নি বোর্ড। সেই কারণ দেখিয়েই ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে সরানো হয় বিরাটকে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| ভারত
১ বছর, ২ মাস আগে
১ বছর, ৪ মাস আগে
১ বছর, ৪ মাস আগে