সুদানে সেনাবিরোধী ব্যাপক বিক্ষোভ, ধরপাকড়

প্রথম আলো সুদান প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ২১:২৮

সুদানে সেনাশাসনবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে আহত হয়েছে ৫৮ পুলিশ।বিক্ষোভ দমাতে ধরপাকড় শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটক হয়েছেন ১১৪ জন। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সুদানের পুলিশ বাহিনী।  


সেনা অভ্যুত্থানের দুই মাস পূর্তি উপলক্ষে স্থানীয় সময় গতকাল শনিবার রাজধানী খার্তুমের পথে প্রায় ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তাঁরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীরা সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার স্লোগান দেন। বেসামরিক সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি তোলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও