ফ্ল্যাটে আকর্ষণ মধ্যবিত্তের

কালের কণ্ঠ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ০৯:১৪

ঢাকায় একটি স্থায়ী ঠিকানা হবে—এমন স্বপ্ন সবারই থাকে। তাই সাধ আর সাধ্যমতো পছন্দের ফ্ল্যাট খুঁজতে অনেকেই ভিড় করেছেন রিহ্যাব আয়োজিত আবাসন মেলায়। এই মেলা একই ছাতার নিচে প্লট-ফ্ল্যাট, নির্মাণসামগ্রী এবং ঋণ সুবিধার এক অপূর্ব সুযোগ তৈরি করেছে। মেলায় বেশির ভাগ ক্রেতাই ছোট ও মাঝারি আকারের ফ্ল্যাট খুঁজছেন, বিশেষ করে এক হাজার ১০০ থেকে এক হাজার ৫০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট। চাহিদা বেশি থাকায় আবাসন কম্পানিগুলোর কাছেও এই মানের ফ্ল্যাটের সংখ্যাই বেশি; যার দাম ৭০ লাখ থেকে দেড় কোটি টাকার মধ্যে। দরদামে মিলে গেলে অনেকেই সংশ্লিষ্ট প্রকল্প এলাকা ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করছেন। আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও তার ব্যবস্থা করছেন।


সরেজমিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিহ্যাব ফেয়ার ২০২১’ ঘুরে দেখা যায়, গত শুক্রবার ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মেলা ছিল জমজমাট। পছন্দ ও সাধ্যের প্লট-ফ্ল্যাটের খোঁজে ঘুরছেন ক্রেতারা। মেলায় বড় ফ্ল্যাটের চাহিদা কম থাকলেও নামিদামি প্রতিষ্ঠানগুলোর বড় ফ্ল্যাটের প্রকল্প বেশি দেখা গেছে। মেলায় শুধু প্লট বা ফ্ল্যাটে মূল্যছাড় নয়, ঋণের ক্ষেত্রেও বিশেষ সুবিধা মিলছে। বাড়ি নির্মাণ, ফ্ল্যাট ও প্লট কিনতে গৃহঋণে বিশেষ অফার দিচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও