উল্টো পথে ব্যাংক
মহামারি করোনার ধাক্কা কাটিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থনীতির চাকা সচল রাখার প্রত্যাশায় শুরু হয় ২০২১ সাল। কিন্তু করোনার দ্বিতীয় ধাক্কা পদে পদে বাধা সৃষ্টি করে। বছরের একটা অংশ পার হয় কঠোর বিধিনিষেধের মধ্যে। এ সময় বেসরকারি খাতের ঋণ ছিল গতিহীন। ব্যাংকে জমে টাকার পাহাড়। নিত্যপণ্যে কাঁদেন সাধারণ ভোক্তা। নিম্নমুখী সুদহারে বেকায়দায় পড়েন ব্যাংকের আমানতকারীরা। সুদ বেঁধে দিলেও সুরক্ষা পাননি গ্রাহক। নানা ছাড়েও লাগাম টানা যায়নি খেলাপিঋণের। আমদানির চাপে অস্থির ছিল ডলার।
এছাড়া নানা অজুহাতে কর্মীছাঁটাই, কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি-বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্তাদের অনিয়ম ও দুর্নীতি, ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসসহ নানা চাঞ্চল্যকর ঘটনার প্রত্যক্ষদর্শী হয় বিদায় হতে যাওয়া ২০২১ সাল।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে